ক্রীড়া প্রতিবেদক: ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় টানা তিন জয়ে সেমিফাইনালে খেলা অনেকটা নিশ্চিত করেছে যশোর জেলা দল। আজ বুধবার দ্বিতীয় লেগে চুয়াডাঙ্গা জেলা দলের সাথে গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে যশোর। চুয়াডাঙ্গাকে হারাতে পারলেই প্রতিযোগিতার সেমিফাইনাল নিশ্চিত হবে যশোরের। ম্যাচটি হবে নড়াইল জেলা স্টেডিয়ামে। এর আগে গত ১৯ নভেম্বর দ্বিতীয় লেগের খেলায় যশোর জেলা দল ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছিলো মেহেরপুর জেলা দলকে। প্রথম লেগে যশোর জেলা দল ২ টি খেলায় জয় পেয়েছিলো। এর মধ্যে প্রথম খেলায় যশোর ৭৮ রানের ব্যবধানে মেহেরপুর জেলাকে এবং দ্বিতীয় খেলায় চুয়াডাঙ্গা জেলা দলকে ১২৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছিলো। মাগুরা জেলা স্টেডিয়ামে ২৩ ও ২৪ জানুয়ারি ২ টি সেমিফাইনাল এবং ২৬ জানুয়ারি প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।