নিজস্ব প্রতিবেদক: যশোরে রূপসা পরিবহনের বাসের ধাক্কায় সেলিম হোসেন মোল্যা (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে যশোর সদর উপজেলার রাজারহাট বাজারে অগ্রণী ব্যাংকের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সেলিম ঝিকরগাছা উপজেলার গদখালির জাফরনগর গ্রামের ফজলুর রহমান মোল্যার ছেলে। জানা গেছে, সেলিম হোসেন মোল্যা প্রাইভেটকার থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এসময় খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় সড়কের পাশে ছিটকে পড়ে সেলিম মোল্যা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কিছু সময় পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মিঠুন কুমার জানান, ভর্তির সময় সেলিম মোল্যার অবস্থা আশঙ্কাজনক ছিলো। মাথায় প্রচণ্ড আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে দায়িত্বরত কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) চঞ্চল কুমার জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে সেলিম মোল্যার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।