Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে কিশোরীদের দারিদ্র্য দূরীকরণে প্রণোদনার চেক বিতরণ

এখন সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারি , ২০২৬, ১২:২২:২৬ এম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে কিশোরীদের দারিদ্র্য দূরীকরণ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক প্রশিক্ষণ উপকরণ এবং প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে এসব চেক বিতরণ করা হয়। উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) এর আওতায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আহম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দিন দিপু। বিশেষ অতিথি ছিলেন এটিএন নিউজের স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিক, উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা দেবাশীষ কুমার দাস। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক তমিজ উদ্দীন। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ৮ জন শিক্ষার্থীর মাঝে মোট ১ লাখ ৪৪ হাজার ৭০০ টাকার প্রণোদনার চেক বিতরণ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)