পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়ায় ইট-ভাটা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও অধিকার আদায়ের লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্থানীয় ফাইভ এসবি ইট-ভাটা চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ১১ দলের জোটের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চল সহকারি পরিচালক বিশিষ্ট আলেমে দ্বীন ও জননেতা মাও.আবুল কালাম আজাদ। এ সময় শ্রমিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে মাও. আজাদ তা ধৈর্য্যসহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।