Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ককটেল ফাটিয়ে এজেন্ট ব্যাংকিংয়ের টাকা ছিনতাই চেষ্টার অভিযোগ

এখন সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারি , ২০২৬, ১২:২১:৪৭ এম

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি এজেন্ট ব্যাংকিংয়ের টাকা ছিনতাই চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যায় উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা স্লুইসগেট সংলগ্ন সোনাতলা-পেরুলী সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ইসলামী ব্যাংক পেরুলী বাজার এজেন্ট ব্যাংকিংয়ের পরিচালক ও ভুক্তভোগী শরিফুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে খুলনার শিরোমনি এলাকার নিজ বাসা থেকে প্রায় পাঁচ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে পেরুলী বাজারে যাচ্ছিলাম। পথে সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা স্লুইসগেট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা আমাকে লক্ষ্য করে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় প্রাণ বাঁচাতে গ্রাহকদের গচ্ছিত টাকা নিয়ে সড়কের পাশের একটি মাছের ঘেরে ঝাঁপিয়ে পড়ে চিৎকার শুরু করি। চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা অন্য একটি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সাদাটেপে মোড়ানো একটি অবিস্ফোরিত পটকা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)