খাজুরা (যশোর) প্রতিনিধি : দিনভর শিক্ষার্থীদের নাচ-গান আর আনন্দ-উল্লাসে শেষ হলো বাঘারপাড়া উপজেলার চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ে দু’দিনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। সোমবার বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ওয়াহিদুজ্জামান বিশ্বাস। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব হোসেন। অন্যদের মধ্যে বক্তৃতা করেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি বদর উদ্দীন বিশ্বাস ও আব্দুল হামিদ লস্কার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত শিক্ষক সুধীর বিশ্বাস, পরিবার উন্নয়ন ফাউণ্ডেশনের নির্বাহী পরিচালক আমিরুল ইসলাম এবং মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আবু সাঈদ। পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক পরিমল ঘোষ ও বিল্লাল হোসেন।