Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পোস্টাল ব্যালটে ভোট দিতে যশোরে রেজিস্ট্রেশন ৩০ হাজার ১৪৯ ভোটারের

এখন সময়: বুধবার, ২৮ জানুয়ারি , ২০২৬, ১২:০৬:১০ এম

নিজস্ব প্রতিবেদক : এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য যশোরে রেজিস্ট্রেশন করেছেন ৩০ হাজার ১৪৯ ভোটার। তাদের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়ে দেয়া হয়েছে। এ কথা জানান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আশেক হাসান।
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মঙ্গলবার যশোর কালেক্টরেট ভবনে পোস্টাল ব্যালট ভোট কেন্দ্রে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে ব্যালট বাক্স সিল করার সময় তিনি একথা বলেন।
রিটার্নিং কর্মকর্তা আরো বলেন পোস্টাল ব্যালটে বালট পেপার ফেলার জন্য ৬ আসনের জন্য থাকবে ১০ বক্স। আগের থেকে বক্সের চারটি লক লাগানো হবে। ব্যালট পেপার ফেলার পর ৫ম লক লাগানো হবে। পোষ্টাল ভ্যালট পাঠানোর জন্য পোস্ট অফিসে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। পোস্টাল ব্যালট পাওয়ার পর সেটা স্ক্যানিং করার পর ভোটারের কাছে মেসেজ জানানো হবে তার ভোট দেয়া সফল হয়েছে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর-৩ সদর আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল কাদের, ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজী আযম, যশোর-১ শার্শা আসনের প্রার্থী জাহাঙ্গীর আলম চঞ্চলসহ বিভিন্ন প্রার্থী ও তার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)