আলমডাঙ্গায় কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ করলেন এমপি ছেলুন

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ০২:২৭:১২ এম

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ করা হয়েছে।  ২০২১-২২ অর্থবছরে রবি/২০২১-২২মৌসুমে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ ও মসুর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  কৃষকদের মাঝে সার-বীজ প্রদান কর্মসূচির আলোকে গতকাল “সমন্বিত ব্যাবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ” প্রকল্পের আওতায় চলতি আমন মৌসুমে উন্নয়ন সহায়তার আওতায় কম্বাইন হারভেস্টার, রিপার ও মেইজ শেলার যন্ত্র বিতরণ করা হয়। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ, প্রণোদনা ও কৃষি যন্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। সকাল ১১টায় কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর’র সভাপতিত্বে অনুষ্ঠানে মুল প্রবন্ধ পাঠ করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসেন শহীদ সরোওয়ার্দী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, ভাইস চেয়ারম্যান অ্যাডঃ সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক ফারুক হোসেন, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (অপরেশন) মাহাবুব আলম,উপজেলা প্রাণিসম্পদ অফিসার আব্দুল্লাহ হিল কাফি, মৎস্য অফিসার কামরুন্নাহার আঁখি, উপজেলা প্রকৌশলী আব্দুর রশীদ ও উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আতিয়ার রহমান। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সোহেল রানার উপস্থাপনায় এ সময় বক্তব্য রাখেন বেলগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকার মাঝি সমীর কুমার, কুমারী ইউনিয়ন নৌকার মাঝি আবু সাঈদ পিন্টু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আলমগীর শফিউল্লাহ, উদ্বক্তা খসরুল আলম ও কৃষক জাহিদুল আলম।