মাগুরায় গাছ লাগিয়ে সবুজ উৎসব

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ১১:৪৪:২৭ এম

মাগুরা প্রতিনিধি : ‘মরুরে চাহিনা, চাহি বৃক্ষরে, নেব কিশলয়ে ঠাঁই, কচি -সবুজ বাহিনীর মোরা-পরিবর্তনে আমরাই’ এই শ্লোগান নিয়ে মাগুরায় ১ হাজার বৃক্ষরোপণ ও তা পরিচর্যার ঘোষণা দিয়ে  সবুজ  উৎসব পালন করেছে ‘পরিবর্তনে আমরাই’ নামে  একটি স্বেচ্ছাসেবী শিশু কিশোর সংগঠন। মঙ্গলবার দুপুরে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গনে বৃক্ষ রোপণ উৎসবে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হাকিম বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাড. শাখারুল ইসলাম শাকিল, উপদেষ্টা সাংবাদিক রূপক আইচসহ অন্যরা । সংগঠনের সভাপতি নাহিদুর রহমান দূর্জয়ের সঞ্চালনায় সংগঠনের সকল কর্মীবাহিনী নিজ নিজ বাড়িতে গাছ লাগিয়ে ও তা পরিচর্যার মাধ্যমে এ উৎসবের ঘোষণা দেন। তারা সংগঠনের শতাধিক শিশু কিশোর কর্মীর মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় ১হাজার গাছ লাগানো ও তা নিবিড়ভাবে পরিচর্যার ঘোষণা দেন।