ফুলতলা (খুলনা) প্রতিনিধি : যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস এম তৌহিদুজ্জামান বলেছেন, অতীতে শিক্ষা ব্যবস্থার গুণগত মানের দিকে না তাকিয়ে সংখ্যাগত পাশের হার দেখানো হয়েছে। ভঙ্গুর এ শিক্ষা ব্যবস্থাকে আমুল পরিবর্তন করে আধুনিক ও সময় উপযোগী শিক্ষার গুনগত মান বৃদ্ধি করতে হবে। দুর্নীতি ও নকলমুক্ত পরীক্ষার জন্য শাখা কেন্দ্র প্রত্যাহার, শিক্ষার্থী ও শিক্ষকদের যথাসময়ে ক্লাসে উপস্থিতি এবং পরিবার থেকে তাদের সন্তানদের প্রতি বিশেষ নজরদারীর প্রয়োজন রয়েছে। এককথায় শিক্ষার গুনগত মান উন্নয়নে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রয়াস চালাতে হবে।
সোমবার বেলা ১১টায় ফুলতলা মোজাম মহলদার কলেজ চত্বরে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সভায় স্বাগত বক্তৃতা করেন কলেজ অধ্যক্ষ শেখ মিজানুর রহমান। গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ গাউসুল আজম হাদির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান, ওসি মোঃ জেল্লাল হোসেন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আঃ আলিম মোল্যা, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক অহিদুজ্জামান মোল্যা নান্না, অধ্যক্ষ গাজী মারুফুল কবির, কলেজ ছাত্র সংসদের জিএস ও জিবি সদস্য মোঃ অহিদুজ্জামান, কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন। অধ্যাপক মোঃ জাকির হোসেন খানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জিসি সদস্য মোঃ রফিকুজ্জামান রাজু, মোনায়েম হোসেন, টিপু সুলতান, অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, কলেজ শিক্ষক প্রতিনিধি নাবিলা ইয়াসমিন, মোহাম্মদ আলী, আশরাফুল ইসলাম, নাইমুল ইসলাম রিকু প্রমুখ।