ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা ফের কর্মসূচির অংশ হিসেবে ফকিরহাট উপজেলায় হরতাল চলছে। তবে তিনদিনের হরতালের প্রথমদিন ঢিলেঢালাভাবে পালিত হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকে ফকিরহাট সড়ক মহাসড়কে দূরপাল্লার কোনো পরিবহন যাতায়াত করেনি। সড়ক ও মহাসড়কে অ্যাম্বুলেন্স, পণ্যবাহী পরিবহন, ব্যাটারি চালিত ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে।