নিজস্ব প্রতিবেদক : যশোরে পাওনা টাকা চাওয়ায় সাকিব (১৯) নামে এক যুবককে ছুরিকাঘাতে জখম করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরতলী ঝুমঝুমপুর ক্লাব মোড়ে এ ঘটনা ঘটে। আহত সাকিব খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি গ্রামের ফরিদ চৌধুরীর ছেলে। বর্তমানে তারা ঝুমঝুমপুর বেলতলা এলাকার ফিরোজ হোসেনের বাড়িতে ভাড়া থাকেন।
আহত সাকিব জানায়, ঝুমঝুমপুর এলাকার আল-আমিনের কাছে কিছু টাকা পাবে। পাওনা টাকা চাওয়ায় সে তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। তর্কবিতর্কের একপর্যায়ে আল আমিন তাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসকরা জানান, আহত সাকিবের কোমরের বাম পাশের আঘাতটি গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।