জীবননগর প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে গ্রাম আদালত সক্রিয়করণে ডিএমআইই (বিকেন্দ্রীকৃত মনিটরিং, ইনস্পেকশন ও ইভ্যালুয়েশন) পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জীবননগর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে জীবননগর উপজেলা প্রশাসন।
প্রশিক্ষণটি স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পের অংশ হিসেবে বাস্তবায়িত হয়। এতে জীবননগর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমীন। দিনব্যাপী প্রশিক্ষণটির সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী শিশির চৌকিদার।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শারমিন আক্তার, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, চুয়াডাঙ্গা। প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান।