জীবননগর প্রতিনিধি : বাংলাদেশের প্রতিটি নাগরিক, ছাত্র-ছাত্রী, প্রবীণ-নবীন, প্রত্যেকটা মানুষের যার যা প্রয়োজন সব বিএনপির ৩১ দফার মধ্যে আছে জানিয়েছেন বিজিএমইএর ও জেলা বিএনপির সভাপতি, চুয়াডাঙ্গা -২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। শুক্রবার বিকেলে দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডে পথসভায় এ কথা বলেন তিনি।
পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন বিএনপি সভাপতি মো. শফিউল্লাহ শফি সভায় সভাপতিত্ব করেন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিবর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিলটন, দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত প্রমুখ।