Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে পয়ঃনিষ্কাশনের উপকরণ বিতরণ

এখন সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর , ২০২৫, ০৯:২৬:৪৪ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরের জলাবদ্ধ অঞ্চলের পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি গ্রামের প্রান্তিক অসহায় পরিবারের মাঝে সেমিপাকা পয়ঃনিষ্কাশনের (টয়লেট) উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পাঁজিয়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সংস্থার কার্যালয়ে সাতটি পরিবারের মাঝে টয়লেট স্থাপনের ওই উপকরণ বিতরণ করা হয়।
পাঁজিয়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক অনুকুল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রায়হান আহমেদ বাপ্পি। উন্নয়ন কর্মী মানব মন্ডলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাষ্টার মকবুল হোসেন মুকুল, মহিলা মেম্বার দিল হাসনা মুক্তা, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তাপস দে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমীর দাস, মানব মন্ডল, আব্দুল গফফার। স্বাগত বক্তব্য দেন পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার। দারিদ্র্য বিমোচন ও স্যানিটেশন মান উন্নয়নের লক্ষ্যে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে সেমিপাকা টয়লেট স্থাপন প্রকল্পের আওতায় দ্বিতীয় ধাপে ওই উপকরণ বিতরণ করা হয়েছে। এর আগে আরও ১০টি পরিবারের মাঝে পয়ঃনিষ্কাশনের (টয়লেট) উপকরণ দেয়া হয়। সেমিপাকা টয়লেট স্থাপনের উপকরণ পেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর অসহায় মানুষেরা খুশি হয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)