সিরাজুল ইসলাম, কেশবপুর : মহাকবি মাইকেল মধুসূদনের জন্মবার্ষিকী উপলক্ষে যশোর কেশবপুরের সাগরদাঁড়িতে এবার মধুমেলা-২০২৬ হচ্ছেনা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য সীমিত আকারে অনুষ্ঠিত হবে বিভিন্ন অনুষ্ঠান। কেশবপুর উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার রেখসোনা খাতুন এই তথ্য নিশ্চিত করেছেন। আগামী ২৫ জানুয়ারি বাংলা সাহিত্যের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি জড়িত মধুপল্লী সাগরদাঁড়িতে ২০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৯৯৪ সাল থেকে সপ্তাহব্যাপী মধুমেলা সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়ে আসছে। দক্ষিণবঙ্গের বৃহত্তর এই মধুমেলাকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসবের আমেজ সৃষ্টি হয়ে থাকে। কিন্তু জাতীয় নির্বাচনের কারণে সপ্তাহব্যাপী মধুমেলা স্থগিত হওয়ায় মধু ভক্তরা হতাশ হয়ে পড়ে। কেশবপুর উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে-মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি জড়িত মধুপল্লী সাগরদাঁড়িতে ২০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন সীমিত আকারে হবে। আয়োজনের মধ্যে রয়েছে আগামী ২২ জানুয়ারি সকাল ১০ টায় মধুমঞ্চে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জীবন ও সাহিত্য কর্মের ওপর গ্রুপ ভিত্তিক রচনা প্রতিযোগিতা, ২৪ জানুয়ারি সকল ১০ টায় চিত্রাংকন প্রতিযোগিতা এবং ২৫ জানুয়ারি সকাল ১০ টায় মধুমঞ্চে দেশ বরেণ্য লেখক, কবি, সাহিত্যিক ও অতিথিদের অংশগ্রহণে আলোচনা সভা। ওই দিন অনুষ্ঠান সমুহের মধ্যে রয়েছে সকাল সাড়ে ১০ টায় মাইকেল মধুসূদন দত্তের ভাষ্কর্যে পুষ্পস্তবক অর্পণ, অতিথিবৃন্দ ও শিশুদের নিয়ে জন্মদিনের কেক কাটা, সকাল ১১ টায় মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জীবন ও সাহিত্য কর্মের ওপর প্রবন্ধ উপস্থাপক ও আলোচনা সভা, বেলা ১২ টায় স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ২০২ তম মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারক গ্রন্থ সনেট এর মোড়ক উন্মোচন এবং সবশেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।