বিজিবিতে চাকরি দেয়ার নামে প্রতারণা, যুবককে পুলিশে সোপর্দ

এখন সময়: সোমবার, ২৯ এপ্রিল , ২০২৪, ০৩:১০:৫১ এম

নিজস্ব প্রতিবেদক : মেহেরপুরের জসিম খান এক যুবককে বর্ডারগার্ড বাংলাদেশে (বিজিবি) চাকরি দেয়ার নামে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আকবর আলী নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গত ২০ জানুয়ারি সকালে যশোর শেখহাটি বাবলাতলা মোড় থেকে তাকে আটক করা হয়। এ ব্যাপারে জসিম খানের পিতা রফিকুল ইসলাম বাদী হয়ে আটক আকবর আলী ও পলাতক পারভেজ হোসেনসহ অজ্ঞাতনামা আরো ২/৩জনের বিরুদ্ধে ওইদিনই রাতে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। 
আটক আকবর আলী যশোরের বাঘারপাড়া উপজেলার খলশি গ্রামের মৃত নুর আলী মোল্যার ছেলে। 
বাদী মামলায় বলেছেন, আটক আসামি আকবর আলী বাদীর ছেলে জসিম খানের পূর্ব পরিচিত। সেই সুবাদে জসিম খানকে বর্ডারগার্ড বাংলাদেশে (বিজিবি) চাকরি দেয়ার জন্য ১৫ লাখ টাকা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী গত ২ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে যশোর শহরের পালবাড়ি মোড়ে এসে আসামি আকবর আলী ও পারভেজ হোসেনের কাছে ৫ লাখ টাকা দেন। চুক্তি অনুযায়ী বাকি ১০ লাখ টাকা চাকরি দেয়ার পরে দিবে বলে আলোচনা হয়। কিন্তু এরই মধ্যে বাকি টাকার জন্য বাদীকে চাপ দিতে থাকে আসামিরা। একপর্যায় গত ২০ জানুয়ারি বাদীসহ তার আত্মীয় স্বজন শেখহাটি বাবলাতলা মোড়ে জান হার্ডওয়ারের সামনে বসে দেয়ার কথা। এমনই সময় বাদী টাকা দেয়ার ব্যাপারে একটি চুক্তিপত্র করে দেয়ার কথা বলেন। কিন্তু আসামিরা কোনো মতেই তারা চুক্তিপত্র করে দিতে রাজি হয়নি। বরং পূর্বে দেয়া ৫ লাখ টাকা নিয়েও নানা তালবাহানা শুরু করে। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় আকবর আলীকে আটক করে থানায় ফোন করা হয়। এরই মধ্যে পারভেজ হোসেন সেখান থেকে পালিয়ে চলে যায়। আর আকবর আলীকে ধরে পুরিশে দেয়া হয়।