শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইবিতে হল বন্ধের তারিখ পরিবর্তন

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০৫:৩৭:২১ এম

ইবি প্রতিনিধি: শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির প্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ঈদ-উল-আযহায় আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত পরিবর্তন করেছে। ৩০ জুনের পরিবর্তে শিক্ষার্থীদের ২ জুলাই সকাল ১০টায় হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ১৫ জুলাই সকাল ১০টায় হলসমূহ খুলে দেয়া হবে। সোমবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে রোববার দুপুরে রেজিস্ট্রার দফতরের এক প্রজ্ঞাপনে আগামী ৩০ জুলাই সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেয়া হয়। এরপরই শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। পরে রাত সাড়ে আটটার দিকে হল বন্ধের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে তারা বিক্ষোভ মিছিল করেন। অন্যদিকে একই দাবিতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা হল গেটে বিক্ষোভ করেন। পরে সাড়ে ৯টার দিকে প্রক্টরিয়ালের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তারা।

এদিকে সোমবার ১০টায় শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে আলোচনায় বসেন প্রক্টরিয়াল বডি ও প্রভোস্ট কাউন্সিল। পরে বিশ্ববিদালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সাথে আলোচনা করে পরিবর্তিত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।