নিজস্ব প্রতিবেদক : যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে সম্পন্ন হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। তিনি বলেন, এ শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নয়, শিক্ষার মানোন্নয়নে কাজ করা হবে। এজন্য শিক্ষার্থীদের মাঝে সততা,দক্ষতা ও দেশপ্রেম বজায় রাখতে হবে। সেই সাথে প্রকৃতী শিক্ষায় শিক্ষিত হয়ে দেশপ্রেম নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এতে করে নিজের ও দেশের উন্নয়ন হবে।
জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ফারজানা আশেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মিনারা খন্দোকার। অনুষ্ঠানে ৪৫টি ইভেন্টে ১৩৫ বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।