নিজস্ব প্রতিবেদক : ৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ যশোরের অভয়নগরের মাদক ব্যবসায়ী আলমগীর হোসেনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আলমগীর হোসেন অভয়নগর উপজেলার মহাকাল গ্রামের মৃত মোহাম্মদ আলী খার ছেলে।
জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আসামি আলমগীর হোসেনের বাড়িতে অভিযান চালান। এ সময় আলমগীর হোসেনকে আটক ও তার স্বীকারে ঘর থেকে ৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে আটক আলমগীরকে আসামি করে অভয়নগর থানায় একটি মামলা করেছেন। থানা পুলিশ আটক আলমগীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।