Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শানতলায় ভৈরব নদের পাড় থেকে দেশীয় পিস্তল উদ্ধার

এখন সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি , ২০২৬, ১১:২৪:০২ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের শানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ভৈরব নদের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পিস্তল উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এক শিক্ষার্থীর পায়ে বাঁধার পর পিস্তলটি উদ্ধার করা হয়। পরে সেটি কোতোয়ালি থানা পুলিশের কাছে জমা দেয়া হয়।
জানা গেছে, শানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল নষ্ট থাকায় কয়েকজন শিক্ষার্থী খেলাধুলার শেষে ভৈরব নদে পা ধোয়ার জন্য যায়। এ সময় এক শিক্ষার্থীর পায়ে একটি ধাতব বস্তু পিস্তল বাধে। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা পিস্তলটি নিয়ে শিক্ষকের কাছে জমা দেয়। বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি কোতোয়ালি থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিস্তলটি উদ্ধার করে হেফাজতে নেয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি)ফারুক আহম্মেদ জানান, উদ্ধারকৃত বস্তুটি দেখতে পিস্তলের মতো হলেও এটি সম্পূর্ণ কার্যকর আগ্নেয়াস্ত্র নাও হতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ এটি তৈরির চেষ্টা করেছিল। সম্পূর্ণভাবে প্রস্তুত না হওয়ায় সেটি নদীর পাড়ে ফেলে দিয়ে গেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)