Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভিযোগ থেকে অব্যাহতি পেলেন বিএনপি প্রার্থী সাবিরা সুলতানা

এখন সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি , ২০২৬, ১১:২৩:১২ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর-২ (ঝিকরগাছ-চৌগাছা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী সশরীরে আদালতে হাজির হয়ে দুটি কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন। শুনানি শেষে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক গোলাম রসুল তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাবিরা সুলতানা মুন্নীর আইনজীবী অ্যাডভোকেট দেবাশীষ দাস।
এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সভাপতি অ্যাভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানিয়েছেন, বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ অহেতুক বিএনপির প্রার্থীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে, যার কোনো ভিত্তি নেই। বিষয়টি আমরা আদালতে উপস্থাপন করেছি। আদালত তা আমলে নিয়ে আমাদের প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন।
উল্লেখ্য, এর আগে ওই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের করা আলদা অভিযোগের প্রেক্ষিতে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক গোলাম রসুল প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীকে দুটি শোকজ নোটিশ প্রদান করেন। মুন্নীর বিরুদ্ধে জামায়াতের নারী কর্মীদের মারধর ও রঙিন ব্যানার ও ফেস্টুন টানানোর অভিযোগ আনা হয়।
এসব অভিযোগের বিষয়ে বৃহস্পতিবার সশরীরে আদালতে হাজির হয়ে সাবিরা সুলতানা মুন্নী জবাব দেন। জবাব সন্তোষজনক হওয়ায় আদালতের বিচারক তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)