প্রেসবিজ্ঞপ্তি : যশোর কপোতাক্ষ লায়ন্স ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১২টায় ৪০তম অভিষেক-২০২৬ কপোতাক্ষ লায়ন্স চক্ষু ও ডায়াবেটিক হাসপাতালে অনুষ্ঠিত হয়। লায়ন্স ক্লাবের প্রাক্তণ সভাপতি লায়ন্স সেলিম পারভেজ নতুন সভাপতি লায়ন্স কাজী নাজির আহমেদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলের কপোতাক্ষ লায়ন্স ক্লাবের জেলা গভর্ণর, একেএম গোলাম ফারুক।
বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিঃ মোহাম্মদ সেলিম মিয়া, এমজেএফ, অতিথি ছিলেন নওজাদ সরওয়ার ইসলাম, পিএমজেএফ।
লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি লায়ন্স সেলিম পারভেজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যশোর কপোতাক্ষ লায়ন্স ক্লাবের সদস্য লায়ন্স গোলাম মোস্তাফা, লায়ন্স এস এম মনোয়ার রহীম, লায়ন্স পাভেল চৌধুরী, লায়ন্স অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক, লায়ন্স অ্যাডভোকেট দেবাশীস দাস, এস আর রাহুত, লায়ন্স বাহাউদ্দিন আহমেদ, লায়ন্স শাহাদত সফি, লায়ন্স এহতেশাম উদ্দিন আহমেদ, ইঞ্জিঃ এ এস এম রাফিউল হক, লায়ন্স অ্যাডভোকেট সাকিব সামরান, লায়ন্স কামাল উদ্দিন আহমেদ, লায়ন্স আবিদ রহমান, লায়ন্স ডাঃ আবুল কালাম আজাদ ও লায়ন্স কাজী লুৎফুন্নেছাসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গ।