Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছায় সরল দীঘিতে পরিষ্কার- পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

এখন সময়: সোমবার, ২৬ জানুয়ারি , ২০২৬, ১১:০১:১৬ পিএম

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা পৌরসভায় অবস্থিত ঐতিহ্যবাহী সরল দীঘিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা করা হয়েছে। উপজেলা প্রশাসন, পাইকগাছা পৌরসভা এবং উন্নয়ন সহযোগী সংস্থা নবলোকের সম্মিলিত উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ২০ জানুয়ারি সোমবার আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রধান সহকারী জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। জানা যায়, দীর্ঘদিন ধরে অবহেলিত সরল দীঘির পরিবেশ সুরক্ষা ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)