পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে পাইকগাছায় অনুষ্ঠিত হয়েছে সরস্বতী পূজা। শুক্লা পঞ্চমীর অমিয় লগ্নে দেবী সরস্বতীকে বরণ করে আসনে প্রতিষ্ঠা করা হয়। সকাল থেকে স্কুল কলেজ গুলোতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুজা মণ্ডপগুলো। পাইকগাছায় বিদ্যা ও শিল্পকলার দেবী সরস্বতী পূজায় ছিল নানা আয়োজন। পূজায় প্যাণ্ডেল, তোরণ, সাজে-সজ্জায় উৎসব মুখর পরিবেশে ছিল। উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ, বাড়ি ও পূজামণ্ডপে সরস্বতী পূজার অনুষ্ঠানে শিশুদের হাতখড়ি দেয়া হয়। ২৩ জানুয়ারি শুক্রবার পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। শাস্ত্রীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সরস্বতী পূজা বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনার অন্যতম ধর্মীয় উৎসব। উপজেলায় পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়, শহদি জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন পূজা মন্দির, মণ্ডপ, পাড়া ও ছাত্র-ছাত্রীদের বাড়িতে সরস্বতী পূজা হয়েছে। শিক্ষার্থীরা তাদের মনের সকল তমসা দূর করে বিদ্যা দানের জন্য দেবীর কাছে অঞ্জলী প্রদানে করেন। পূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে ভক্তিমূলক গান, প্রসাদ বিতরণ, আরতিসহ নানা আয়োজনে পূজা অনুষ্ঠিত হয়।