Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাবেক সংসদ সদস্য বিএম নজরুলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

এখন সময়: বুধবার, ২ জুলাই , ২০২৫, ০৯:১৫:৫৮ এম

আতাউর রহমান, কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ বিএম নজরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন, পুষ্পস্তাবক অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন শেষে দাফন সম্পন্ন হয়েছে। 
শুক্রবার সকাল ৮টায় কলারোয়া সরকারি পাইলট স্কুল মাঠে কলারোয়া আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা আ.লীগের সহসভাপতি মরহুম বি,এম নজরুল ইসলামের জানাযা নামায শেষে বাসস্টান্ড সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযা নামাজের আগে বীর মুক্তিযোদ্ধার মরদেহ জাতীয় পতাকায় মুড়িয়ে দেয়া হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধার উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। 
পরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। জানাযাপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, প্রয়াতের একমাত্র পুত্র বিএম রবিউল ইসলাম রিপন,  সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি একেএম ফজলুল হক, সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাংবাদিক অধ্যক্ষ আবু আহম্মেদ, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ এমএ ফারুক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা, থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) হাফিজুর রহমান,  পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ, শওকত হোসেন, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, কপাই সাধারণ সম্পাদক অ্যাড. কামাল রেজা, সহকারী অধ্যাপক আবুল খায়ের, কমরেড মফিজুল ইসলাম জাহাঙ্গীরসহ জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক,  সাংবাদিক ও সর্বস্তরের মানুষ। আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান ও সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক। জানাযা নামাজটি পরিচালনা করেন উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ মাওলানা আব্দুল বারী। 
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা ১২টার দিকে বীর মুক্তিযোদ্ধা বিএম নজরুল ইসলাম ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসারত অবস্থায ইন্তেকাল করেন। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)