দেবহাটায় ফেয়ার মিশনের ঈদ পুনর্মিলনী ও নতুন কমিটি গঠন

এখন সময়: মঙ্গলবার, ৩০ এপ্রিল , ২০২৪, ০১:২৭:৩৮ পিএম

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা ফেয়ার মিশনের উদ্যোগে ঈদ পূর্নমিলনী ও নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১১ টায় ফেয়ার মিশন কম্পিউটার চাইল্ড হোম এ্যান্ড স্কুল থেকে এক বর্ণাঢ্য র‌্যালি পারুলিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্কুল প্রাঙ্গনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীন। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর এবং রাফসান গ্রুপের সত্ত্বাধিকারী আবু হাসান। দুপুরে মধ্যাহ্নভোজ শেষে দ্বিতীয় সেশনে পুরস্কার বিতরণ ও নতুন কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীন। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবীদ আলহাজ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, আর.কে.বাপ্পা ও দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। শেষে হাবিবুর রহমান হাবিবকে সভাপতি ও আবু রায়হানকে সাধারন সম্পাদক করে ফেয়ার মিশনের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এছাড়া বিভিন্ন ইউনিট ও আঞ্চলিক কমিটি গঠন করা হয়।