যশোর সদরে ৭ বছরে ১২শ’ কোটি টাকার উন্নয়ন হয়েছে : এমপি নাবিল

এখন সময়: শনিবার, ২৭ জুলাই , ২০২৪, ১০:১৩:১১ এম

নিজস্ব প্রতিবেদক: যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ এগিয়ে যাচ্ছে। যশোরের অনেক উন্নয়ন হচ্ছে। তিনি গত ১৩ বছরে যশোরকে সুন্দর করে সাজিয়েছেন। দেশের প্রথম জেলা যশোরে মেডিকেল কলেজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আর্মি মেডিকেল কলেজ নির্মাণ করা হয়েছে। সংসদ সদস্য হয়ে আমি সংসদে যশোরবাসির দীর্ঘ দিনের দাবি ভৈরব নদ খননের বিষয়ে উত্থাপন করেছিলাম। সেই ভৈরব নদ খননের কাজ এগিয়ে চলছে। সৌন্দর্য্য বর্ধনের কাজও চলছে। আরো অনেক কাজ চলছে। গত সাত বছরে যশোর সদর উপজেলায়  ১২শ’ কোটি টাকার উপরে উন্নয়ন করা হয়েছে। এর মধ্যে দুইশর উপরে ভবন মেরামত, সম্প্রসারণ, নতুন ভবন উদ্বোধন করাসহ অনেক উন্নয়ন হয়েছে। আগামীতে যশোর জেলা হতে যাচ্ছে ঢাকা, চট্টগ্রামের পরে তৃতীয় অর্থনৈতিক বন্দর।

শুক্রবার যশোর সদরের কাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট নবনির্মিত ভবনের দ্বিতীয় ও তৃতীয়  তলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিদ্যালয়ের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুর রহমান, প্রধান শিক্ষক মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবুল হোসেন খান, শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, ত্রাণ সম্পাদক সুখেন মজুমদার,উপপ্রচার সম্পাদক লুৎফুল কবীর বিজু, উপজেলা ভাইসচেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, ত্রাণ সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলা সদস্য কেরামত  আলী মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদ সরদারসহ নেতৃবৃন্দ। পরিচালনা করেন মাস্টার নুর ইসলাম। বিকালে দেয়াড়া ইউনিয়নে মঈনুল ইসলাম দাখিল মাদ্রাসার একতলা বিশিষ্ট ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।