Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় ৫০ হাজার টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

এখন সময়: রবিবার, ১৩ জুলাই , ২০২৫, ০৩:১৫:২৮ পিএম

বাঘারপাড়া প্রতিনিধি : বাঘারপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৫০ হাজার টাকার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের ধলধলিয়া বিলে অভিযান চালিয়ে জালগুলো বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ ন ম আবুজর গিফারী।

জানা গেছে, উপজেলার ধলগ্রাম এলাকার ধলধলিয়া বিলে কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকার করা হচ্ছে, এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ১০ টি কারেন্ট জাল উদ্ধার করা ভ্রাম্যমাণ আদালত। পরে সেগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। এর আগে উপজেলা সদরের বিভিন্ন দোকানে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা মৎস্য অফিসার পলাশ বালা জানিয়েছেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে এ অভিযান চালানো হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)