Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে গাঁজা সেবনে বাঁধা দেয়ায় পিটিয়ে আহত

এখন সময়: শনিবার, ১২ জুলাই , ২০২৫, ০৭:৩৭:২২ এম

সিরাজুল ইসলাম, কেশবপুর  : কেশবপুরে গাঁজা সেবন করতে বাধা দেয়ায় বাধাদানকারীকে ড্রাম বিক্রি করা ফেরিওয়ালা ওলীল সরদারকে পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় তিনি কেশবপুর থানায় অভিযোগ করেছেন।

কেশবপুর থানায় অভিযোগ সূত্রে জানাগেছে, মাদারীপুর জেলার গোপালপুর গ্রামের মৃত সবর আলী সরদারের পুত্র মোঃ ওলীল সরদার (৪৫), কালকিনি শহরের রাজিব (৩৫) সহ তারা ৫ জন কেশবপুর পশুহাটে একটি ভাড়া বাড়িতে বসবাস করেন। তারা গ্রামে গ্রামে ফেরীকরে প্লাস্টিকের ড্রাম বিক্রি করে। ওলীল সরদার জানায় সারাদিন পরিশ্রম করে ফেরীকরে প্লাস্টিকের ড্রাম বিক্রি শেষে সন্ধ্যায় বাসায় ফিরিয়ে আসে ৫ জন। রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে যাওয়ার সময় রাজিবসহ তারা অপার ৪ জন মদ-গাঁজা সেবন করে বাসার মধ্যে এক অশান্ত পরিবেশ সৃষ্টি করে। শনিবার রাতে প্রতিদিনের ন্যায় ঘুমাতে যাওয়ার সময়ে তারা গাঁজাসেবন করতে গেলে ওলীল সরদার তাদের বাধা দিলে তাকে গাঁজা সেবনকারীরা পিটিয়ে জখম করে । আহত ওলীল সরদার ওই রাতেই কেশবপুর সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা সেবা গ্রহন করে এবং রোববার সকালে কেশবপুর থানায় রাজিবসহ ৪ জনকে অভিযুক্ত করে অভিযোগ করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)