Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা

এখন সময়: রবিবার, ৬ জুলাই , ২০২৫, ১২:১৬:৪৪ এম

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় বিসিআইসি সার ডিলার মেসার্স মনোয়ারা ট্রেডিংকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাশাপোল ইউনিয়নের পাশাপোল বাজারে অবস্থিত ডিলার পয়েন্টে প্রতিষ্ঠানটির বিক্রয় প্রতিনিধিকে বিক্রয়োত্তর ক্যাশ মেমো না দেয়া, রেজিস্ট্রার খাতা সম্পূর্ণভাবে আপডেট না করা এবং মূল্য তালিকা না টানানোর অভিযোগে এই জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ধারায় এই জরিমানা আদায় করা হয়েছে। কৃষকের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছাতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)