Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ডুমুরিয়ায় ভুয়া চিকিৎসক বিশ্বজিৎ বিশু গ্রেফতার

এখন সময়: বুধবার, ২ জুলাই , ২০২৫, ০৯:১৯:১৩ এম

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় বিশ্বজিৎ বিশ্বাস নামের এক ভুয়া চিকিৎসক গ্রেফতার করা হয়েছে। র‌্যাবের একটি অভিযানিক দল সোমবার দুপুরে চেঁচুড়ি বাজার থেকে গ্রেফতার করে। পরে ডুমুরিয়া থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইনে মামলা দেয়া হয়। তিনি বরুনা গ্রামের তারাপদ বিশ^াসের পুত্র।    

জানা যায়, কথিত ডাক্তার বিশ্বজিৎ বিশ্বাস ওরফে বিশু দীর্ঘদিন যাবত চেঁচুড়ি বাজারে ভুয়া চিকিৎসা দিয়ে আসছেন। তিনি অবৈধভাবে চেঁচুড়ি বাজারে রানা ক্লিনিক নামে একটি প্রতিষ্ঠানও গড়ে তোলেন। এমন অভিযোগের ভিত্তিতে খুলনা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) এর স্পেশাল কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সরোয়ার হুসাইনের নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল বিশ্বজিৎ বিশ্বাসকে তার চেম্বার থেকে গ্রেফতার করে। এসময় যৌন উত্তেজক ও শক্তি বর্ধক ভারতীয় ওষুধ, তন্ত্রমন্ত্র ঘোষিত থালা-বাসনসহ বিভিন্ন মেয়েদের ছবি জব্দ করা হয়।  

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)