Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে মহালয়া অনুষ্ঠিত

এখন সময়: বৃহস্পতিবার, ৩ জুলাই , ২০২৫, ০১:৩২:০৮ পিএম

কেশবপুর (পৌর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে মহালয়া উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও তিলতর্পণ অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর সার্বজনীন শ্রী শ্রী কেন্দ্রীয় কালীমন্দির পরিচালনা কমিটির উদ্যোগে রোববার সকালে মন্দির চত্বরে মা দুর্গার আগমনী গানসহ ধর্মীয় গানের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান  পরিচালনা করেন মহালয় উদযাপন কমিটির আহ্ববায়ক উৎপল দে ও যুগ্ম আহ্বায়ক অলোক বসু বাপী।

এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর র্সাবজনীন শ্রী শ্রী কেন্দ্রীয় কালীমন্দির পরিচালনা কমিটির আহ্ববায়ক সুকুমার সাহা, সদস্য সচিব মদন সাহা অপু, সদস্য শংকর পাল, পঙ্কজ দাস, শিবুপদ চক্রবর্তী,কনক সেন, বুলু সাহা ,টিটো সাহা প্রমূখ।

কেশবপুরের ১১ সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা মহালয়া অনুষ্ঠানে অংশ নেয়।

তিলতর্পণ : কেশবপুর পৌর শহরের দে বড়ির পুকুরে মহালয়ার রোববার ভোরে  তিলতর্পণ অনুষ্ঠিত হয়েছে।

পুরোহিত্য করেন বাসুদেব সেন গুপ্ত। তিলতর্পণ উদযান কমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত শিক্ষক রনজিৎ দাস বলেন পূর্বপুরুষের আত্মার উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুুষ্ট করাকে তর্পণ বলা হয়। ভগবান ও পূর্ব পুরুষের আত্মার নাম উচ্চারণ করে তাদের কাছে সুখ শান্তি প্রার্থনা করা হয়। কেশবপুরে ২০১৪ সাল থেকে তিলতর্পণ অনুষ্ঠান শুরু হয় এবারের তিলতর্পণে দুই শতাধিক মানুষ অংশ নিয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)