Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সংবাদপত্র সমাজের দর্পণ : এমপি নারায়ণ

এখন সময়: মঙ্গলবার, ১৫ জুলাই , ২০২৫, ০৮:৪৫:৪৭ এম

শেখ আব্দুস সালাম, চুকনগর: সংসদ সদস্য ও সাবেক মৎস্য মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন,সংবাদপত্র সমাজের দর্পণ। লেখনির মাধ্যমে বস্তুনিষ্ঠ এবং তথ্যবহ সংবাদ পরিবেশন করে সমাজ তথা দেশের উন্নয়ন অগ্রগতির ত্বরান্বিত করতে সংবাদপত্রের গুরত্ব অপরিসীম।

শনিবার বিকেলে ডুমুরিয়ায় যায়যায়দিন পাঠক ফোরামের কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন। উপজেলা অফিসার্স ক্লাবে যায়যায়দিন প্রতিনিধি সুব্রত ফৌজদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক (অব.) দিলারা বেগম, আফজাল হোসেন, শিক্ষক মোহিত কুমার মন্ডল, জুলফিকার আলি ভুট্টা, মো. আব্দুলাহ খান, মো. হুসাইন খান, বিল্লাল শেখ,আসলাম জোয়ার্দার, এনামুল হক, আলিফ গাজী, মিলন খান প্রমুখ।

শেষে মহাসিন হোসেন খানকে সভাপতি ও আব্দুল হক লিটনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)