Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছায় দোকানের তালায় মল, ব্যবসায়ীদের ক্ষোভ

এখন সময়: রবিবার, ৬ জুলাই , ২০২৫, ১২:০৮:০০ এম

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার নতুন বাজারের দুটি দোকানের তালায় মানুষের মল লাগানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকান মালিক গোবিন্দ লাল রায় প্রতিকার চেয়ে নতুন বাজার ব্যবসায় সমবায় সমিতি বরাবর অভিযোগ করেছেন।

জানা গেছে, রোববার দিবাগত রাতে নতুন বাজারের সমিল মোড়ে একটি ট্রেইলার্সের দোকান ও একটি সেলুনের দোকানের তালায় মানুষের মল লাগিয়ে নোংরা করা হয়েছে। দোকান মালিক গোবিন্দ লাল বলেন, সকাল বেলায় এসে দোকানের তালা খোলার সময় দেখি তালায় মানুষের মল লাগানো। এ সময় নতুন বাজার সমবায় সমিতির সভাপতি অশোক ঘোষসহ স্থানীয় ব্যবসায়ীদের অবহিত করি। তিনি আরও বলেন, রোববার রাতে বাজার পার্শ্ববর্তী এক ব্যক্তি জরুরি ভাবে কাপড় তৈরি করে দেয়ার কথা বলে।  এ সময় আমি তাকে বলি পূজার কাজের চাপ রয়েছে কয়েক দিন পরে ছাড়া কাজ করা সম্ভব হবে না। এতে সে ব্যক্তি আমার উপর ক্ষিপ্ত হয়ে দেখে নেব বলে হুমকি ধামকি দিয়ে চলে যায়। এ ঘটনার পর সোমবার সকালে এসে দেখি আমার দোকান ঘরের তালায় মল লাগানো হয়েছে। এমন নিকৃষ্ট ধরনের কাজ করায় সেই ব্যক্তিকে ব্যবসায়ী ও এলাকার সাধারণ মানুষ ধিক্কার জানিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)