পারুলগাছায় চারদলীয় ফুটবলে পিডিকে মিতালী সংঘের জয়

এখন সময়: শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ০৩:৪০:২৪ এম

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা ফুটবল মাঠে চারদলীয় ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। পারুলগাছা প্রগতি সংঘ আয়োজিত চারদলীয় নকআউট টুর্নামেন্টের প্রথম খেলায় কালিগঞ্জের পিডিকে মিতালী সংঘ ৩-০ গোলের ব্যবধানে আশাশুনি উপজেলার আনুলিয়া ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। প্রথমার্ধে ২ টি গোল করেন ১২ নং জার্সিধারী খেলোয়াড় জাহিদ ও শেষ বাঁশি বাজার আগে ১ টি গোল করেন ১৩ নং জার্সিধারী খেলোয়াড় মাসুম বিল্যাহ। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলাটি পরিচালনা করেন ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারী হিসেবে ছিলেন সৈয়দ মোমেনুর রহমান, মুর্শিদ ইলাহী বাবু ও লাল্টু ইসলাম। বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হালিমুর রহমান বাবু। প্রগতি সংঘের কর্মকর্তা অসীম কুমার রায় ও শাহাজান ঢালীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও প্রগতি সংঘের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, অফিসার ইনচার্জের সহধর্মিনী শিউলী খাতুন, ইউপি সদস্য আফছার উদ্দীন, সংরক্ষিত নারী ইউপি সদস্য লাইলী বেগম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মৃণাল মন্ডল, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহআলম ঢালী, সহকারী অধ্যাপক খান শাহরিয়ার রিপন প্রমুখ। ধারাবর্ণনা করেন জাতীয় ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন ও আব্দুল্যাহ সিদ্দিকী। আগামী রবিবার (১৬ অক্টোবর) শ্যামনগর ফুটবল একাডেমি টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে দেবহাটার  ভাতশালা ফুটবল একাদশের মুখোমুখি হবে।