এবার সরিষা ক্ষেত থেকে ২০টি সোনার বার উদ্ধার

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০১:৫৩:২০ পিএম

নিজস্ব প্রতিবেদক: বিজিবি যশোরের ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা এবার সরিষা ক্ষেতের মধ্যে থেকে বাগ ভর্তি ২০টি সোনার বার উদ্ধার করেছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শার নারকেলবাড়িয়া সীমান্তের একটি সরিষার ক্ষেত থেকে ওই সোনারবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন ২ কেজি ৩৩০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১৭ লাখ সাড়ে ৮৫ হাজার টাকা।

বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানিয়েছেন, সোমবার সকাল শার্শা সীমান্তের কালু মিয়ার আমবাগানের মধ্যে বিজিবি একটি টহল দল গোলাপী রং এর একটি ব্যাগ হাতে এক ব্যক্তিকে দেখতে পান। বিজিবির তাড়া খেয়ে ওই ব্যক্তি ব্যাগটি সরিষা ক্ষেতের মধ্যে ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সরিষা ক্ষেত তল্লাশি করে একজন কৃষকের সহায়তায় ব্যাগটি উদ্ধার করে। পরে ওই ব্যাগের মধ্যে ২০টি সোনারবার দেখতে পায়। পরে বিজিবি সদস্যরা জানতে পারে পলাতক ওই ব্যক্তির নাম তরিকুল ইসলাম তারেক (৪০)। সে শার্শার শালকোনা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। এই ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার বিজিবি সদস্যরা চৌগাছা সীমান্তের একটি মরিচ ক্ষেতের মাটি খুুঁড়ে ৮০টি সোনারবার উদ্ধার করে।