আশাশুনিতে সিপিপির স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ

এখন সময়: শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ০৫:৫৮:৫৯ এম

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে সিপিপির স্বেচ্ছাসেবকদের দুদিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল হতে সোমবার বিকাল চারটা পর্যন্ত আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ঘূর্র্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির আয়োজনে ৪০ জন নারী পুরুষের অংশগ্রহণে আশাশুনির ১ ও ২ নম্বর ইউনিটের স্বেচ্ছাসেবকদের দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণের উপর আলোচনা রাখছেন উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান, সিপিপি খুলনা অঞ্চলের উপপরিচালক আব্দুল লতিফ, আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল কৃষ্ণ সরকার, রেডিও অপারেটর আশরাফুল আলম, আশাশুনি রিপোটার্স ক্লাবের সহ সভাপতি সিপিপির সদস্য এম এম সাহেব আলী, উপজেলা সিপিপির টিম লিডার আব্দুল জলিল, প্রতাপনগর ইউনিয়ন টিম লিডার গোলাম রসুল, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অভিভাবক সদস্য সিরাজুল ইসলাম, আশাশুনি সদর ইউনিয়নের ১ ও ২ নম্বর ইউনিটের সিপিপি সদস্য মনিরুজ্জামান বিপুল, জাহিদুল  ইসলাম বাবু, হাফিজুল ইসলাম, রবিউল ইসলাম নবু, হাবিবুর রহমান হাবিব, গোলাম মোস্তফা, ইসমাইল হোসেন, মোস্তাকিম, বৈদ্যনাথ মন্ডল, মর্জিনা খাতুন, ছন্দা রানী মন্ডল, জেবুন্নাহার, মর্জিনা বেগমসহ উপস্থিত ছিলেন অন্যান্য কর্মকর্তা ও অতিথিবৃন্দ।