শীতকালিন সবজিতে স্বস্তি ক্রেতাদের

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ০৫:১৭:৪৪ এম

মুর্শিদুল আজিম হিরু : বাজারে শীতকালিন সবজিতে ভরপুর। দামও ক্রেতাদের নাগালের মধ্যে এসেছে।  ঊর্ধ্বদামে অপরিবর্তিত আছে চাল, ডাল, পেঁয়াজ-রসুন, কাচা মরিচ, আলুসহ অন্যান্য নিত্যপণ্যের। মাছের দাম বেশ চড়া। বৃহস্পতিবার শহরের বড় বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

বাজারে শীতকালিন সবজিতে ভরপুর। দামও কমেছে অনেক।  প্রতি কেজি ফুল কপি বিক্রি হয় ৩০ টাকা। ২০ টাকা থেকে ২৫ টাকা কেজি বিক্রি হয় বাধা কপি। প্রতি কেজি শিম বিক্রি হয় ৩৫ টাকা থেকে ৪০ টাকা। ৩০ টাকা কেজি বিক্রি হয় পালংশাক ও মুলা। ৬০ থেকে ৮০ টাকা কেজি বিক্রি হয় টমেটো। প্রতি কেজি পটল বিক্রি হয় ৪০ টাকা।  ৬০ টাকা কেজি বিক্রি হয় উচ্ছে। প্রতি কেজি কচুরলতি বিক্রি হয় ৫০ টাকা। ৩০ টাকা থেকে ৩৫ টাকা কেজি বিক্রি হয় মিষ্টি কুমড়া। ৬০ টাকা কেজি বিক্রি হয় বরবটি। প্রতি কেজি ডাটা বিক্রি হয় ২০ টাকা। ৩০ টাকা কেজি বিক্রি হয় কুশি। প্রতি পিচ লাউ বিক্রি হয় ৩০ টাকা থেকে ৪০ টাকা। ৬০ টাকা কেজি বিক্রি হয় কচুরমুখি। প্রতি কেজি বেগুন বিক্রি হয় ৩০ টাকা থেকে ৪০ টাকা। ১৫ টাকা কেজি বিক্রি হয় পেঁপে। ৪০ টাকা কেজি বিক্রি হয় ঝিঙে। প্রতি কেজি ধুন্দল বিক্রি ৩০ টাকা। ৪০ টাকা কেজি বিক্রি হয় সবুজ শাক। প্রতি কেজি কলা বিক্রি হয় ৩০ টাকা। ৬০ টাকা কেজি বিক্রি হয় মেটে আলু। প্রতি কেজি মেটে পেঁয়াজের কালি বিক্রি হয় ৪০ থেকে ৬০ টাকা।

বাজারে আলু, কাচা মরিচ, পেঁয়াজা-রসুনের দাম আগের মত আছে। প্রতি কেজি কাচা মরিচ বিক্রি হয় ৩০ টাকা থেকে ৪০ টাকা। ৫০ টাকা কেজি বিক্রি হয় পেঁয়াজ। ৫০ টাকা থেকে ৭০ টাকা কেজি বিক্রি হয় রসুন। আমদানিকৃত রসুন বিক্রি হয় ১শ’৫০ টাকা কেজি। প্রতি কেজি আলু বিক্রি হয় ২৫ টাকা । 

বাজারে সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। প্রতি লিটার বোতলজাত সয়াবিন বিক্রি হয় ১শ’৭৮ টাকা। ১শ’৮৫ টাকা কেজি বিক্রি হয় খোলা সয়াবিন তেল।  ১শ’৪০ টাকা কেজি বিক্রি হয় সুপার পাম তেল। প্রতি কেজি পাম তেল বিক্রি হয় ১শ’৩০ টাকা।

বাজারে ডালের দাম বাড়েনি। প্রতি কেজি দেশি মসুর ডাল বিক্রি হয় ১শ’২৫ টাকা। ১শ’১০ টাকা কেজি বিক্রি হয় আমদানিকৃত মুসুর ডাল। প্রতি কেজি ছোলার ডাল বিক্রি হয় ৭৫ টাকা। ৬০ টাকা থেকে ৬৫ টাকা কেজি বিক্রি হয় বুটের ডাল। প্রতি কেজি মুগের ডাল বিক্রি হয় ১শ’ টাকা থেকে ১শ’৪০ টাকা।

বাজারে নতুন চাল এসেছে। তবে মোট চাল হওয়ায় ক্রেতা একেবারে কম। প্রতি কেজি নতুন স্বর্ণা চাল বিক্রি হয় ৪৫ টাকা থেকে ৪৬ টাকা। পুরতান স্বর্ণা চাল বিক্রি হয় ৪৬ টাকা থেকে ৪৮ টাকা। ৫৪ টাকা থেকে ৫৮ টাকা কেজি বিক্রি হয় বিআর-২৮ চাল। প্রতি কেজি কাজললতা চাল বিক্রি হয় ৫৬ টাকা থেকে ৬০ টাকা। ৭৪ টাকা থেকে ৭৬ টাকা কেজি বিক্রি হয় বাঁশমতি চাল। প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হয় ৫৮ টাকা থেকে ৬৬  টাকা।

বাজরে মাছের দাম আগের মত আছে। প্রতি কেজি বড় ইলিশ মাছ বিক্রি হয় ১ হাজার টাকা থেকে ১২ টাকা। সাড়ে ৬ টাকা থেকে ৮ টাকা কেজি বিক্রি হয় মাঝারি সাইজের ইলিশ মাছ। প্রতি কেজি ঝাটকা ইলিশ মাছ বিক্রি হয় সাড়ে ৩শ’ টাকা থেকে ৪শ’ টাকা। ২৮০ টাকা থেকে ৩০০ টাকা কেজি বিক্রি হয় শিং মাছ।  প্রতি কেজি রুই মাছ বিক্রি হয় ২০০ টাকা থেকে ৩৫০ টাকা কেজি। ১৬০ টাকা থেকে ২২০টাকা কেজি বিক্রি হয় মৃগেল মাছ। প্রতি কেজি কাতলা মাছ বিক্রি হয় ২০০ টাকা থেকে ২৫০ টাকা। ১৬০ টাকা থেকে ২০০ টাকা কেজি বিক্রি হয় তেলাপিয়া মাছ। প্রতি কেজি পাঙ্গাশ মাছ বিক্রি হয় ১৬০ টাকা থেকে ১৯০ টাকা। ২৮০ টাকা থেকে ৩০০ টাকা কেজি বিক্রি হয় পাবদা মাছ। প্রতি কেজি চিলবারকার্প মাছ বিক্রি হয় ১৬০ টাকা থেকে ২০০ টাকা।