টেকনোলজিস্ট সেজে ক্লিনিক মালিকের রক্ত পরীক্ষা, আদালতে মামলা

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০৬:২১:২৫ এম

আলমগীর কবির, কোটচাঁদপুর (ঝিনাইদহ): মহেশপুর উপজেলার হাসপাতাল সড়কের এক ক্লিনিক মালিক মেডিকেল টেকনোলজিস্ট সেজে ভুয়া পরীক্ষা করার অভিযোগে ভুক্তভোগী ঝিনাইদহ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। আদালত মামলা আমলে নিয়ে সিআইডি ঝিনাইদহকে ১৯ জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণে বলা হয়, গত ১৭ নভেম্বর যশোর জেলার চৌগাছা উপজেলার মাঙ্গিরপাড়া গ্রামের আজিজুর রহমান শারীরিক অসুস্থতার কারণে ডাক্তার দেখাতে মহেশপুর উপজেলা হাসপাতাল সংলগ্ন ডাঃ আব্দুল্লাহ আল আজিমের চেম্বারে আসেন। এখানে ডা. তাকে দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে ডইঈ, ঐই, ঊঝজ ও চষধঃবষবঃ পরীক্ষার জন্য পরামর্শ দেন। অতপর আজিজুর রহমান ডাক্তারের চেম্বার সংলগ্ন গ্রিনল্যাব মেডিকেল সার্ভিসেস (প্রা.) লিঃ হাসপাতালে পরীক্ষা করাতে যান। তখন ক্লিনিক মালিক উজ্জল কুমার বিশ্বাস নিজেকে ল্যাব টেকনোলজিস্ট পরিচয় দিয়ে রক্ত সংগ্রহ করেন। এদিনই পরীক্ষার পর রিপোর্ট তৈরি করেন। রিপোর্ট পেয়ে আজিজুর রহমান ডাঃ আব্দুল্লাহ আল আজিমের চেম্বারে যান। এ রিপোর্ট দেখানোর পর ডাক্তার সন্দেহ প্রকাশ করেন। তিনি পুনরায় অন্য কোন হাসপাতাল বা ক্লিনিকে পরীক্ষা করাতে বলেন। পরদিন ১৮ নভেম্বর আজিজুর রহমান যশোরের ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করে রিপোর্ট দেখান। ডাঃ এ রিপোর্ট দেখে যথাযথ হয়েছে বলেও মন্তব্য করেন। এ ব্যাপারে ডাঃ আব্দুল্লাহ আল আজিমের সাথে কথা হলে তিনি বলেন, গ্রিন ল্যাবে করা পরীক্ষায় যথেষ্ট ত্রুটি রয়েছে। আজিজুর রহমান মামলার আরজিতে আরো বলেন, আসামি উজ্জল কুমার মেডিকেল টেকনোলজিস্ট না হয়েও ভুয়া টেকনোলজিস্ট সেজে আমাকে মিথ্যা ও মনগড়া রিপোর্ট করে দিয়েছেন। এতে তিনি আর্থিক ক্ষতির শিকারের পাশাপাশি যথেষ্ট হয়রানিও হয়েছেন। আজিজুর রহমানের অভিযোগ ১৮ নভেম্বর ভুয়া রিপোর্টের বিষয়ে জিজ্ঞাসা করলে উজ্জল কুমার তাকে গালিগালাজসহ ভয়ভীতি প্রদর্শন করেন। এ ব্যাপারে গ্রিন ল্যাবের দায়িত্বরত মেডিকেল টেকনোলজিস্ট মেহেদী হাসানের সাথে কথা হলে তিনি বলেন, ১৭ নভেম্বর ছিল বৃহস্পতিবার। আমি ওইদিন ছুটিতে ছিলাম। কে এ রক্ত পরীক্ষা করেছে, তা আমার জানা নেই। এ ঘটনায় আজিজুর রহমান গত ৪ ডিসেম্বর আদালতে মামলা দায়ের করেন।