Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অসুস্থ সাংবাদিক সাজুর পাশে বিপুল ফারাজী

এখন সময়: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর , ২০২৪, ১১:০৪:০৬ এম

খাজুরা (যশোর) প্রতিনিধি : অসুস্থ সাংবাদিক শাহজাহান সাজুর পাশে দাঁড়িয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খাজুরা বাজারতলির পার্বতীপুর এলাকায় তার বাড়িতে যান তিনি। এ সময় সাজুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসা সহায়তার চেক তুলে দেন বিপুল ফারাজী। যে কোনো প্রয়োজনে তার পাশে থাকবেন বলেও আশ্বস্ত করেন তিনি।  সাজু বাঘারপাড়া প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক স্পন্দনের খাজুরা প্রতিনিধি। গেল বছরের জুলাই মাসে স্ট্রোকে আক্রান্ত হলে তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় সাজুর হার্টের শিরায় ৪টি ব্লক ধরা পড়ে। দীর্ঘদিন ঢাকায় চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে এখন বাড়িতেই আছেন তিনি। সাজুর হাতে চিকিৎসা সহায়তার চেক তুলে দেওয়ার সময় বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ ইউনুস আলী, প্রেস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক হুমায়ন করিব, সাবেক সাধারণ সম্পাদক চন্দন দাস ও ফরিদুজ্জামান, বর্তমান কোষাধ্যক্ষ প্রদীপ বিশ্বাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মহানন্দ বিশ্বাস, সাজুর নাতি গ্রামের কাগজের আলোকচিত্রী নাজমুস সাকিব আকাশ প্রমুখ উপস্থিত ছিলেন।      

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)