শৈলকুপায় ‘বিষন্ন একাত্তর’গ্রন্থের মোড়ক উন্মোচন

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০৮:৪৪:২৭ পিএম

 শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা গোলাম রইচ এর ‘বিষন্ন একাত্তর’ শিরোনামের বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরির প্রকৌশলী ড. গোলাম মোস্তফা মিলনায়তনে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন শৈলকুপা উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জাহিদুন্নবী কালু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াছমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী।

বইটির লেখক গোলাম রইচ অস্ত্র হাতে স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রেখেছেন। ঝিনাইদহের শৈলকূপার স্বাধীনতা যুদ্ধের সময়কালসহ স্বাধীনতা পূর্ববর্তী ও পরবর্তী নানান ঘটনাসহ শৈলকুপার ২০১০ জন বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকাসহ বইটি সন্নিবেশিত হয়েছে। লেখকের বহু দুর্লভ তথ্য তুলে ধরা আছে ‘বিষন্ন একাত্তর’ বইটিতে। বইটি প্রকাশ করেছে একুশে গ্রন্থমেলা ২০২৩ ‘তৃণলতা’ প্রকাশ। প্রচ্ছদ করেছেন শেখ আফজাল, প্রকাশনা সহযোগী খোন্দকার আব্দুল আজিজ।