আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনাসভা

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০৮:২৬:৩৮ এম

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’২০২৩ পালিত হয়েছে। শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি'র আয়োজনে র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় একই স্থানে এসে শেষ হয়। “স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সব সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কালাম মোড়ল, সিপিপি'র উপজেলা প্রতিনিধি আব্দুল জলিল, সিপিপির সিনিয়র আঞ্চলিক কর্মকর্তা আব্দুল লতিফ, পিআই ও অফিসের কার্য সহকারী মনিরুজ্জামান, সিপিপির আশাশুনি সদর ইউনিয়ন টিম লিডার খুরশিদ আলম, বুধহাটা ইউনিয়ন টিম লিডার আহসানুল্লাহ লেলিন, কুল্যা ইউনিয়ন টিম লিডার কাজিউল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের সিপিপির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।