যশোর বোর্ডের ৬২ এসএসসি পরীক্ষার্থী পাবে অতিরিক্ত ৩০ মিনিট

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০৩:৫০:১৬ এম

 

মিরাজুল কবীর টিটো: এবারের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের ৬২ পরীক্ষার্থী অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে। বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় নির্ধারিত সময়ের চেয়ে বাড়তি এই সময় তাদের দেয়া হবে। বর্ধিত এই সময়ের ব্যাপারটি কেন্দ্র সচিবরা নিশ্চিত করবেন। বোর্ডের পরীক্ষা শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

এসব পরীক্ষার্থীরা হল, কুষ্টিয়া জিলা স্কুলের পরীক্ষার্থী ফাহাদ বিন আজিজ, ফুরকান হামিদ সিদ্দিক, কুষ্টিয়া মিরপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থী সায়েম আলী, কুমার কালী খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী আসিফ আকবর ও মোস্তাফিজুর রহমান নয়ন, শ্যামনগর কাঠবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থী সানজীদা পারভীন, সাতক্ষীরার ঝশিল্পী সেন্টার স্কুলের পরীক্ষার্থী ইমরান হোসেন, ফারুক হোসেন, হোসেন আলী, সাতক্ষীরা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের তাজবি আহমেদ লাবিব, ভাড়খালী মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী সন্দীপ কুমার সরকার, তালার বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী তানভীর আহমেদ, মহান্দী প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী তাজিব আহমেদ, নাঈম ইসলাম, বিদে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী সাব্বির আহমেদ, যশোর বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী  তাহাবিব হাসান, অভয়নগর সুন্দলী সৈয়দপুর ট্রাস্ট  স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থী লিমা রায়, নৈকত বাড়েই, বসুন্দিয়া স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থী  ইমরান, কেশবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মুশফিকুর রহমান, মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী শুকান্ত বিশ^াস,খাজুরা ফুলবাড়ী সিদ্দিক সআউলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী সুমন হোসেন, মনিরামপুরের হাটগাছা ছাতিয়ানতলা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী রানী অধিকারী অর্ঘ, বাঘারপাড়া কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী অনন্যা খাতুন, বায়শা শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী আকাশ কুমার কর্মকার, মুক্তারপুর আজ জামতলা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী আল মামুন, মিউনিসিপ্যাল প্রিপারেটরী স্কুলের পরীক্ষার্থী শানি ইসলাম, কেশবপুর  দিয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী আব্দুর রাকিব, আলমডাঙ্গা বড় গাংনী মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী তাবাচ্ছুম খাতুন, ককিয়াচাদপুর আদর্শ মাধ্যমিক বলিকা বিদ্যালয়ের পরীক্ষার্থী সুমিরা নুশরাত, খুলনা সরকারি ল্যাবরেটরী হাইস্কুলের পরীক্ষার্থী আনিসা তাসনিম, কয়রা চান্নি চক লক্ষণ  স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থী টুম্পা মন্ডল, শিরোমনি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী সুরাইয়া আক্তার অনিক, পাইকগাছা চাঁদখালী মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীমাসুম বিল্লাহ, খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের সৈয়দ আশমিয়া জেরিন আমিশা, রোটারী স্কুলের পরীক্ষার্থী ফারহান ফাহিম, ঝিনাইদহ শৈলকূপা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী সৌভিক মজুমদার, মহেশপুর নাটিমা কুরিপোল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী আমীর উজ্জামান, শ্যামলি খাতুন, পাথরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী আমির হামজা, নবোদয় মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী জিন্নাতুন ফেরদৌস চৈতি, চুয়াডাঙ্গার দামুড়হুদা দলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী ফারজাহান আক্তার স্মৃতি,নড়াইল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী মাহিন হোসেন,কুমড়ী তালবাড়ীয়া মাউলী মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী মাহিয়া আক্তার বণ্যা,লোহাগড়া চাচই ধানাইড় মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী মাহমুদা, বাগেরহাট মোড়েলগঞ্জের সুতালড়ী হিন্দু মুসলিম জেলাপখান স্মৃতি  মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী সুমাইয়া আক্তার অনিমা, সুমাইয়া আক্তার আমিনা, তোরাব মেমোরিয়ল মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী মিরাজুল ইসলাম, কুচয়া গোয়ালমাঠ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থী সুমাইয়া খানম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী জীৎ আচার্য্য, মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী রহিমা খানম, বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থী সেতুু আক্তার, নড়াইলের লোহাগড়া মেহেরপুর গাংনী মিকুশিস মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী সাব্বির আহমেদ, মাগুরা মহাম্মদপুর ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী তন্নি খাতুন,ফুলবাড়ী এইচ এর আর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী আল রাফি।

এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীরা সাধারণ পরীক্ষার্থীদের মতো পরীক্ষা দিতে পারবে না। একারণে তাদের সময় বর্ধিত করা হয়েছে।