যশোর সদর উপজেলা চেয়ারম্যানের সুস্থতা কামনায় দোয়া

এখন সময়: রবিবার, ৪ জুন , ২০২৩ ১০:৪০:৪৮ am

 

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আছরের নামাজের পর শহরের  খালধার রোড আমিনিয়া কামিল মাদ্রাসা মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ট্রাক শ্রমিক ইউনিয়নের ঢাকা রোড তালতলা শাখার সহসভাপতি আশিকুর রহমান রনিয়া ও সাধারণ সম্পাদক মাসুম খান রনি এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন।

দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান। উপস্থিত ছিলেন ট্রাক শ্রমিক ইউনিয়নের ঢাকার রোড তালতলা শাখার সহসভাপতি আশিকুর রহমান রনিয়া, সাধারণ সম্পাদক মাসুম খান রনি, জেলা যুবলীগ নেতা আবু ফজল মিলন, ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের আহবায়ক মফিজুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হালিম বিশ^াস, সাবেক সদস্য শরিফুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জেলা শাখার মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক আহাদ হোসেন ওয়াদুদ, সদস্য শাওন হোসেন প্রমুখ।