ইয়ানুর রহমান, শার্শা : যশোরের শার্শায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭)-২০২০ এর উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টায় শার্শা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে বর্ণাঢ্য আয়োজনে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আকিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক, উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফফার সরদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুধীবৃন্দ।
প্রথমদিনের খেলায় ২টি শিপ্টে অংশগ্রহণ করেন উলাশী ইউনিয়ন ফুটবল একাদশ বনাম পুটখালী ইউনিয়ন ফুটবল একাদশ ও বাগআঁচড়া ফুটবল একাদশ বনাম গোগা ফুটবল একাদশ।