শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: বেসরকারি সংস্থা কারিতাসের আয়োজনে মানবাধিকারের উপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শ্যামনগর উপজেলা হলরুমে সেমিনার অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন।
মানবাধিকার বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন কারিতাস শ্যামনগরের প্রজেক্ট অফিসার (সিআইএসএমএস) এন্ডিকো মন্ডল। শিশু অধিকার বিষয়ে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন শ্যামনগরের অপারেশন ম্যানেজার প্রনতি কস্তা, নারীদের অধিকার বিষয়ে কথা বলেন, নকশি কাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যনার্জি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন উন্নয়ন কর্মী সুজন সেন। অনুষ্ঠানে বিভিন্ন ইউপি চেয়ারম্যান, মেম্বর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।