যশোর উদীচীর ‘শ্রাবণ সন্ধ্যা’য় মুগ্ধ দর্শক

এখন সময়: শনিবার, ২৭ জুলাই , ২০২৪, ০৬:২০:৪৪ এম

নিজস্ব প্রতিবেদক: শ্রাবণের প্রথম সন্ধ্যায় (শনিবার)  উদীচী যশোরের আয়োজন ‘শ্রাবণ সন্ধ্যা। সুরে, কথায়, ছন্দে ও নৃত্যে এই অনুৃষ্ঠান ছিল মুগ্ধকর। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দেড় ঘন্টার সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেছে মিলনায়তনপূর্ণ দর্শক।

ঠিক সন্ধ্যায় ৭টা ১ মিনিটে সমবেত কন্ঠে পর পর দুটি রবীন্দ্র সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের শুরু। আর এতে কন্ঠ দেয় উদীচীর একঝাক শিল্পী। অনুষ্ঠানের ধারা বর্ণনাতে  ছিল সাহিত্য মিশ্রিত, নান্দনিক।  অনুষ্ঠানের ডালিতে শুধূু বর্ষা, শ্রাবণ, মেঘ আর বৃষ্টি নয় ছিল রবীন্দ্র, নজরুল, আধুনিক এর সাথে ছড়াগান ছিল। নৃত্যও ছিল উপভোগ্য।  মঞ্চসজ্জা, আলোকসজ্জা সহ সবই ছিল ভালোলাগার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান  খান বিপ্লব।

গোটা অনুষ্ঠানে ছোট বড় অর্ধশত শিল্পী অংশ নেয়। মিলনায়তনের বাইরেও ছিল উৎসব। সাংস্কতিক প্রেমীদের আনাগোনা ছিল ছোখে পড়ার মতো।