ডুমুরিয়ায় পানির ট্যাংক বিতরণ

এখন সময়: রবিবার, ১০ ডিসেম্বর , ২০২৩, ০৩:০২:২২ এম

 

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : উপকুলীয় জেলাসমূহে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্পের আওতায় খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নে ৪৩৫ জলাধার (পানির ট্যাংক) বিতরণ করেছেন সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। শুক্রবার বিকালে কৈপুকুরিয়া মাগুরখালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ট্যাংক বিতরণ করা হয়।

এ সময় সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ বলেন, মাগুরখালী অঞ্চলে মানুষের সুপেয় পানির অভাব। এখানে ডিব-টিউবওয়েলে ভালো পানি ওঠে না। ফলে পুকুর ও বর্ষার পানি তাদের একমাত্র ভরসা। এভাবে জীবন বাঁচাতে হয় এ অঞ্চলের মানুষের। তাই বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে জলাধার (পানি ট্যাংক) দেয়া হচ্ছে। এর মাধ্যমে প্রান্তিক পরিবারগুলো পানির কষ্ট থেকে কিছুটা উপকার পাবে। পর্যাক্রমে ইউনিয়নের সব পরিবারকে এ প্রকল্পের আওতায় আনা হবে।’ ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানার সভাপতিত্বে পরিষদ চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

ইউনিয়ন আ’লীগ নেতা সুকৃতি কুমার মন্ডলের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন, প্রধান শিক্ষক বিধান চন্দ্র মন্ডল, ইউপি সদস্য ভবেন্দ্রনাথ বালা, ছাত্রলীগ নেতা মাইকেল রায় প্রমুখ।