আতাউর রহমান,কলারোয়া (সাতক্ষীরা) : ভাষাসৈনিক আলহাজ শেখ আমানুল্লাহ ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মুক্ত চিন্তার মানুষ। তিনি এ চেতনা ছড়িয়ে গেছেন প্রজন্ম থেকে প্রজন্মে। তিনি ভালোবাসতেন এ দেশকে, এদেশের মানুষকে। তিনি শিখিয়েছেন, কীভাবে অধিকার আদায়ের সংগ্রামে সংগঠিত হতে হয়। মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে তাঁর অবদানের কথা মানুষ কখনো ভুলবে না। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও শিক্ষক নেতা ভাষাসৈনিক আলহাজ শেখ আমানুল্লাহ’র দশম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।
সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণ সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, ইক্বরা চাইল্ডের অধ্যক্ষ ইউনুছ আলি, পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, প্রভাষক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুর রব, হরিসাধন ঘোষ, আজহারুল ইসলাম, আব্দুল আলিম, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস এর শিক্ষক শাহজাহান আলী শাহিন, মিজানুর রহমান প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালন করেন শিক্ষক নেতা বাকি বিল্লাহ শাহী।
এর আগে সকাল ১০ টায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রয়াত ভাষাসৈনিক শেখ আমানুল্লাহ’র নিজ গ্রাম উপজেলার ঝাঁপাঘাটের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করার পাশাপাশি ফাতেহা পাঠ করা হয়। অনুরূপ কর্মসূচি পালন করে বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩১ আগস্ট ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ।